পাইকগাছায় স্বামীর বিক্রি করা সম্পত্তি জবর দখলের চেষ্টা ও কোবলা গ্রহিতাকে খুন-জখমের হুমকি দেয়ায় পাইকগাছা থানায় প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সাধারণ ডায়েরী হয়েছে।
জিডিতে জানা যায়, উপজেলার খড়িয়া লেবুবুনিয়ার চকের ভদ্রকান্ত মন্ডল লস্করের এটিএম শাহরাবুল ইসলামের কাছ থেকে ২০০৫ সালে কোবলা মুলে খরিদ করে। ৫ বছর পূর্বে কোবলা দাতার মৃত্যু হয়। এ পর্যন্ত কোবলা গ্রহিতার দখলে থাকা সম্পত্তি জবর দখলের চেষ্টা করছে শাহরাবুল ইসলামের স্ত্রী সাবেক প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন। শুক্রবার ভোর রাতে ১৫/২০জন লোক নিয়ে ভদ্রকান্তের উক্ত সম্পত্তি জবর দখলে যায়। যা নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা যায়। একপর্যায়ে ফরিদা ইয়াসমিন প্রতিপক্ষ ভদ্রকান্ত ও তার পরিবারের লোকজনকে জান-মালের ক্ষয়-ক্ষতির হুমকি দেয়ায় পাইকগাছা থানায় সাধারণ ডায়েরী হয়েছে। যার নং- ৭৫১, ১৫/০৫/২০