আজ || সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  বৃষ্টিতে খেতে পারেন সাবু দানার মজার খিচুড়ি       তামিমের পরিচালক হওয়ার গুঞ্জন, বিসিবির গঠনতন্ত্র কী বলে       সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. ইউনূস       তালায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংলাপ অনুষ্ঠিত       তালায় সহিংসতার প্রতিবাদে আওয়াম লীগের মিছিল সমাবেশ       তালায় সহিংসতার প্রতিবাদে  আওয়াম লীগের বিক্ষোভ মিছিল  ও শান্তি সমাবেশ         তালায় আমার সংবাদ পত্রিকা ১যুগে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       তালা বাজার বণিক সমিতির সহ-সভাপতি রানাকে সাময়িক বহিষ্কার       বাজারে এলো নতুন প্রযুক্তির হোন্ডা এসপি ১৬০ বানিজ্য সংবাদ ::       তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী    
 


পাইকগাছায় মা’কে পিটিয়ে জখম : গুনধর ছেলে আটক

খুলনার পাইকগাছায়  বৃদ্ধ মাকে পিটিয়ে জখম করেছে গুনধর ছেলে। ঘটনাটি ঘটেছে গত রবিবার সকাল ১০টায় উপজেলার হরিদাশকাটি গ্রামে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী হয়েছে। পুলিশ ছেলেকে গ্রেপ্তার করে কোর্ট হাজতে প্রেরণ করেছে।

অভিযোগে জানা যায়,  রবিবার সকাল ১০টায় উপজেলার হরিদাশকাটি গ্রামের ছহিলউদ্দীন গাজীর বড় ছেলে সাইফুল গাজী পরিবারের বিভিন্ন বিষয় ও জমি-জমির ভাগ-বাটোয়ারা নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় সাইফুলের মা মনোয়ারা বেগম গালিগালাজ করতে নিষেধ করলে আকস্মিকভাবে ক্ষিপ্ত হয়ে কাঠের চলা দিয়ে মাকে পিটিয়ে জখম করে। পরবর্তীতে ছেলে সাইফুল বহিরাগত বখাটে ধরনের কিছু লোকজন নিয়ে মাকে মেরে ফেলবে বলে হুমকি-ধামকি প্রদান করে।   এ সময় পুলিশকে সংবাদ দিলে পুলিশের এস,আই তাকবির হোসেন ঘটনাস্থল থেকে সাইফুলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। ওসি এজাজ শফী জানিয়েছেন, আমার পুলিশের সামনে বখাটে ছেলেদের নিয়ে মহড়াকালে এস,আই তাকবির তাকে গ্রেপ্তার করে এবং ১৫১ ধারায় পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।


Top