আজ || বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  তালায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংলাপ অনুষ্ঠিত       তালায় সহিংসতার প্রতিবাদে আওয়াম লীগের মিছিল সমাবেশ       তালায় সহিংসতার প্রতিবাদে  আওয়াম লীগের বিক্ষোভ মিছিল  ও শান্তি সমাবেশ         তালায় আমার সংবাদ পত্রিকা ১যুগে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       তালা বাজার বণিক সমিতির সহ-সভাপতি রানাকে সাময়িক বহিষ্কার       বাজারে এলো নতুন প্রযুক্তির হোন্ডা এসপি ১৬০ বানিজ্য সংবাদ ::       তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী       তালায় মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন       তালায় আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত       পঞ্চম দিনের মতো খুলনা পল্লী বিদ্যুৎ সমিতিতে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি    
 


পাইকগাছায় ভয়েস অফ পাইকগাছা ফেসবুক পেজের এডমিন আটক

খুলনার পাইকগাছায় করোনা ভাইরাসে আক্রান্ত ভুয়া তথ্য প্রচারে “ভয়েস অফ পাইকগাছা” ফেসবুক পেজে সংবাদ প্রচার করায় উত্তীয় দেবনাথ নামে এক ব্যক্তিকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছে। জানাযায়, পাইকগাছা পৌরসভার ৮নং ওয়ার্ডের বাতিখালী গ্রামের নাথ বিষ্ণুপদ এর পুত্র উত্তীয় দেবনাথ তার ভয়েস অফ পাইকগাছা ফেসবুক পেজে বিভিন্ন সময় মানুষকে ভুয়া তথ্য দিয়ে হয়রানি পূর্বক অর্থ আদায়ে করে আসছে। মহামারী করোনা ভাইরাস আক্রান্ত ১ এ খবর সোমবার ভয়েস অফ পাইকগাছা ফেসবুক পেজে প্রচার হলে পাইকগাছা উপজেলায় আতংক সৃষ্টি হয় এবং সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বিব্রতকর অবস্থায় পড়ে। খোজ নিয়ে দেখা যায় করোনা ভাইরাসে পাইকগাছায় কেউ আক্রান্ত হয়নি। পাইকগাছা থানা পুলিশ উত্তীয় দেবনাথ কে বুধবার আটক করে এবং তার নামে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮,২৫ (২)/২৯(১)/৩১(২)/৩৫(২) ধারা মোতাবেক মামলা করে। যার নং-৮,তারিখ ৮/৪/২০২০। পাইকগাছা থানার ওসি মো: এজাজ শফী জানান,আসামী উত্তীয় দেবনাথ তার ভয়েস অফ পাইকগাছা ফেসবুক পেজে পাইকগাছায় করোনা ভাইরাসে আক্রান্ত ১ ভুয়া তথ্যের কারনে গোটা পাইকগাছা মানুষের মাঝে আতংক সৃষ্টি হয়। যে কারনে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


Top