পাইকগাছার লতা ইউনিয়নের ওয়াজেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে গয়সা খালের ওপর নির্মাণাধীন ব্রীজের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী ও উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, শিক্ষক সদানন্দ দাশ, প্রকল্প বাস্তবায়ন অফিসের সবুর খান ও ঠিকাদারী প্রতিষ্ঠানের সাইফুল ইসলাম। ব্রীজটি দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় নির্মিত হচ্ছে।
৩০ লাখ ৭০ হাজার ৯৪৮ টাকার প্রাক্কলিত ব্যয় সম্বলিত ব্রীজটির নির্মাণ কাজ করছে খুলনার ঠিকাদারী প্রতিষ্ঠান এনএ এন্টারপ্রাইজ।