পাইকগাছায় র্যালী, আলোচনা সভা ও পুরুস্কার বিতরণীর মধ্য দিয়ে প্রথমবারের মতো জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার সকালে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে “বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস অফিসার পবিত্র কুমার দাস, ওসি এমদাদুল হক শেখ, উপজেলা শিক্ষা অফিসার খান মোঃ আলমগীর। স্বাগত বক্তব্য রাখেন পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানির জেনারেল ম্যানেজার ইসহাক আলী শেখ। বক্তব্য রাখেন স্বদেশ লাইফ ইন্সুরেন্স কোম্পানির সিনিয়র এ.এম.ডি. আব্দুস সোবহান, ব্রাঞ্চ ম্যানেজার শেখ জুলি ও ফাতেমাতুজ্জোহরা রূপা। অনুষ্ঠানে বীমা দিবসের উপর আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। দিবসে এলাকার বিভিন্ন বীমা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।