আজ || রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  বৃষ্টিতে খেতে পারেন সাবু দানার মজার খিচুড়ি       তামিমের পরিচালক হওয়ার গুঞ্জন, বিসিবির গঠনতন্ত্র কী বলে       সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. ইউনূস       তালায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংলাপ অনুষ্ঠিত       তালায় সহিংসতার প্রতিবাদে আওয়াম লীগের মিছিল সমাবেশ       তালায় সহিংসতার প্রতিবাদে  আওয়াম লীগের বিক্ষোভ মিছিল  ও শান্তি সমাবেশ         তালায় আমার সংবাদ পত্রিকা ১যুগে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       তালা বাজার বণিক সমিতির সহ-সভাপতি রানাকে সাময়িক বহিষ্কার       বাজারে এলো নতুন প্রযুক্তির হোন্ডা এসপি ১৬০ বানিজ্য সংবাদ ::       তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী    
 

টাকা উদ্ধার


পাইকগাছায় ছিনতাইকারী আটক

পাইকগাছায় টাকা ছিনতাই করে পালানোর সময় ছিনতাইকারীকে জনতা আটক করে পুলিশে দিয়েছে। পুলিশ আটক ছিনতাইকারী হোসেন গাজীকে হেফাজতে নিয়ে তার কাছ থেকে ছিনতাই করা ৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, উপজেলার কাটিপাড়া গ্রামের তাছের গাজীর ছেলে হোসেন গাজী বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে পাইকগাছায় যাচ্ছিল। বোয়ালিয়া ব্রীজের পূর্বপাশে জনৈক সবুরের বাড়ীর সামনে পৌছালে পাশে ওৎপেতে থাকা রাড়ুলীর বাইটপাড়া গ্রামের আজিজ সরদারের ছেলে সাগর সরদার তার মটরসাইকেল আটকায়। এসময় তার বুকের কাছে চাকু ধরে বলে, তোর কাছে যা আছে দিয়ে দে। হোসেনের পকেটে থাকা ৯ হাজার টাকা ছিনতাই করে সে দ্রুত চলে যেতে থাকে। এ সময় সে চিৎকার দিলে পার্শ্ববর্তী লোকজন এসে সাগরকে ধরে ফেলে পুলিশে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে গেলে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এসময় পুলিশ তার কাছ থেকে উক্ত টাকা উদ্ধার করে। ওসি এজাজ শফী জানান, ধৃত সাগর একজন ছিনতাইকারী। তাকে আটক করে ছিনতাইকৃত টাকা উদ্ধার করা হয়েছে। ছিনতাই মামলায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


Top