আজ || সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  বৃষ্টিতে খেতে পারেন সাবু দানার মজার খিচুড়ি       তামিমের পরিচালক হওয়ার গুঞ্জন, বিসিবির গঠনতন্ত্র কী বলে       সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. ইউনূস       তালায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংলাপ অনুষ্ঠিত       তালায় সহিংসতার প্রতিবাদে আওয়াম লীগের মিছিল সমাবেশ       তালায় সহিংসতার প্রতিবাদে  আওয়াম লীগের বিক্ষোভ মিছিল  ও শান্তি সমাবেশ         তালায় আমার সংবাদ পত্রিকা ১যুগে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       তালা বাজার বণিক সমিতির সহ-সভাপতি রানাকে সাময়িক বহিষ্কার       বাজারে এলো নতুন প্রযুক্তির হোন্ডা এসপি ১৬০ বানিজ্য সংবাদ ::       তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী    
 

মোস্তফা কামাল জাহাঙ্গীর সভাপতি ও গোলাম কিবরিয়া রিপন সম্পাদক


পাইকগাছায় চিংড়ি চাষী সমিতির ত্রি-বার্ষিক কমিটি গঠণ

খুলনার পাইকগাছায় চিংড়ি চাষী সমিতির ৭১ সদস্য বিশিষ্ট ত্রিবার্ষিক কার্যকরি ও ৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় সমিতির অস্থায়ী কার্য্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে মোস্তফা কামাল জাহাঙ্গীরকে সভাপতি ও গোলাম কিবরিয়া রিপনকে সম্পাদক করে এ কমিটি গঠণ করা হয়। অন্যান্যরা হলেন, সহ-সভাপতি দাউদ শরীফ, সাংগঠনিক সম্পাদক জিএম ইকরামুল ইসলাম, কোষাধ্যক্ষ ইসতিয়ার রহমান শুভ। উপদেষ্টারা হলেন, উপজেল আ’লীগ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, আঃ মান্নান গাজী, রাড়ুলী ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, কওছার জোয়াদার, এসএম এনামুল হক, কেএম আরিফুজ্জামান তুহিন ও এসএম আবু জাফর সিদ্দিকী রাজু। গোলাম কিবরিয়া রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মোস্তফা কামাল জাহাঙ্গীর, আব্দুল মজিদ সানা, জিএম ইকরামুল ইসলাম, জিএম মিজানুর রহমান, এসএম আলাউদ্দীন সোহাগ, এসএম বাবুল আক্তার, দাউদ শরীফ ও মোবারেক সরদার। প্রকৃত চিংড়ি চাষী ছাড়া কাউকে এ কমিটিতে রাখা হয়নি বা ভবিষ্যতে রাখা হবে না বলে সিদ্ধান্ত নেয়া হয়।


Top