আজ || শনিবার, ২৭ জুলাই ২০২৪
শিরোনাম :
  তালায় আমার সংবাদ পত্রিকা ১যুগে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       তালা বাজার বণিক সমিতির সহ-সভাপতি রানাকে সাময়িক বহিষ্কার       বাজারে এলো নতুন প্রযুক্তির হোন্ডা এসপি ১৬০ বানিজ্য সংবাদ ::       তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী       তালায় মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন       তালায় আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত       পঞ্চম দিনের মতো খুলনা পল্লী বিদ্যুৎ সমিতিতে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি       তেলবাজির তেলেসমাতি        তালায় যুব রেড ক্রিসেন্ট সোসাইটির কমিটি গঠন       সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন    
 

ইভটিজিং এ জড়িত হলে ছাড় নেই –ওসি এজাজ শফী


পাইকগাছায় গৃহবধুকে উত্যক্ত ও শ্লীলতাহানীর ঘটনায় যুবক গ্রেপ্তার

 

খুলনার পাইকগাছায় গৃহবধুকে উত্যক্ত ও শ্লীলতাহানীর মামলায় রেজাউল সরদার (৩৫) নামে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরন করেছে। আটক যুবক উপজেলার বাইশারাবাদ আবাসন প্রকল্পের মৃত নেয়ামত সরদারের পুত্র।

মামলার বিবরণ ও ভিকটিম জানায়, শুক্রবার বিকেলে কচুবুনিয়া গ্রামের সেলিম সরদারের স্ত্রী নিজ চিংড়ি ঘেরে যাওয়ার সময় ওয়াপদার রাস্তায় তার হাতে ধরে রেজাউল টানা হেচড়া করে, শ্লীলতাহানী ঘটনায়। এ সময় তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে সে পালিয়ে যায়। এ ঘটনায় সেলিমের স্ত্রী বাদী হয়ে পাইকগাছা থানায় যৌণ নিপীড়ন আইনে মামলা করেছে। ভিকটিম জানায়, রেজাউল প্রায় ১ বছর ধরে উত্যক্ত করে আসছে। টাকার লোভ ও বিয়ের প্রলোভন দেখায়। তাতে রাজি না হওয়ায় শুক্রবার জোর করে আমাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে ও শ্লীলতাহানী ঘটায়। ওসি এজাজ শফী জানান, যৌণ নিপীড়ন আইনে রেজাউলকে গ্রেপ্তার করা হয়েছে। ইভজিটিংয়ের ব্যাপারে তাৎক্ষনিক ব্যবস্থা, কোন প্রকার ছাড় দেয়া হবে না।


Top