পাইকগাছায় করোনা প্রতিরোধে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কর্মরত চিকিৎসকদের মাঝে পিপিই, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাবস, মাস্ক ও সাবান সহ স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী ও উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না। এরপর সংশ্লিষ্ট কর্মকর্তা ও জনসাধারণের মাঝে অনুরূপ সরঞ্জাম ও মাস্ক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, মেডিকেল অফিসার ডাঃ সাফিকুল ইসলাম শিকদার, ডাঃ সুজন কুমার সরকার, ডাঃ মাধুরী মজুমদার, ডাঃ জান্নাতুল মায়মুনা আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ ও যুগ্ম সম্পাদক এন. ইসলাম সাগর।