পাইকগাছা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আবাসন প্রকল্পের কর্মহীন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার আবাসন প্রকল্পের বাসিন্দাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সার্বিক তত্ত্বাবধায়নে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।