খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া গ্রামের গোড়া বাজার যুব সমাজের উদ্যোগে ৩শ ৮০ পরিবারকে রান্নাকৃত ইফতার বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার যুব সমাজের সদস্যদের নিজস্ব অর্থায়ানে রান্নাকৃত ৫শ গ্রাম ওজনের ভোনা খিচুড়ি বিতরন করা হয়। করনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রমজানে কয়েক দফা এই কার্যক্রম পরিচালিত হবে বলেও খড়িয়া গোড়া বাজার যুব সমাজের পক্ষ থেকে জানানো হয়। প্রথম দফায় ৩শ ৮০ পরিবারের মাঝে রান্নাকৃত ভোনা খিচুড়ি ভ্যানে করে বাড়ি বাড়ি পৌছে দেয়া হয়। ইফতার বিতরন কালে মাজহারুল ইসলাম ডালিম,ইউপি সদস্য জাহাঙ্গীর আলম,স্বাস্থ্য সহকারী মনিরুজ্জামান মনি, আশিকুজ্জামান রুহিন,পল্লী চিকিৎসক সদরুজ্জামান গাজী,ছাত্রলীগ নেতা মানিক,মহব্বত সরদার,রবিউল সানা,আশরাফ উদ্দীন মৌলভী,আবুল কালাম আজাদ,জনি সানা, সাফায়েত হোসেন,আজম গাজী,মোঃ হাতেম, আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় খড়িয়া গোড়া বাজার যুব সমাজের পক্ষ থেকে এলাকার বিত্তবানদের তাদের পাশে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানানো হয়।