আজ || বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  তালায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংলাপ অনুষ্ঠিত       তালায় সহিংসতার প্রতিবাদে আওয়াম লীগের মিছিল সমাবেশ       তালায় সহিংসতার প্রতিবাদে  আওয়াম লীগের বিক্ষোভ মিছিল  ও শান্তি সমাবেশ         তালায় আমার সংবাদ পত্রিকা ১যুগে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       তালা বাজার বণিক সমিতির সহ-সভাপতি রানাকে সাময়িক বহিষ্কার       বাজারে এলো নতুন প্রযুক্তির হোন্ডা এসপি ১৬০ বানিজ্য সংবাদ ::       তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী       তালায় মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন       তালায় আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত       পঞ্চম দিনের মতো খুলনা পল্লী বিদ্যুৎ সমিতিতে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি    
 


পাইকগাছার খড়িয়া গোড়া বাজার যুব সমাজের উদ্যোগে ৩শ ৮০ পরিবারকে ইফতার বিতরন

খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া গ্রামের গোড়া বাজার যুব সমাজের উদ্যোগে ৩শ ৮০ পরিবারকে রান্নাকৃত ইফতার বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার যুব সমাজের সদস্যদের নিজস্ব অর্থায়ানে রান্নাকৃত ৫শ গ্রাম ওজনের ভোনা খিচুড়ি বিতরন করা হয়। করনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রমজানে কয়েক দফা এই কার্যক্রম পরিচালিত হবে বলেও খড়িয়া গোড়া বাজার যুব সমাজের পক্ষ থেকে জানানো হয়। প্রথম দফায় ৩শ ৮০ পরিবারের মাঝে রান্নাকৃত ভোনা খিচুড়ি ভ্যানে করে বাড়ি বাড়ি পৌছে দেয়া হয়। ইফতার বিতরন কালে মাজহারুল ইসলাম ডালিম,ইউপি সদস্য জাহাঙ্গীর আলম,স্বাস্থ্য সহকারী মনিরুজ্জামান মনি, আশিকুজ্জামান রুহিন,পল্লী চিকিৎসক সদরুজ্জামান গাজী,ছাত্রলীগ নেতা মানিক,মহব্বত সরদার,রবিউল সানা,আশরাফ উদ্দীন মৌলভী,আবুল কালাম আজাদ,জনি সানা, সাফায়েত হোসেন,আজম গাজী,মোঃ হাতেম, আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় খড়িয়া গোড়া বাজার যুব সমাজের পক্ষ থেকে এলাকার বিত্তবানদের তাদের পাশে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানানো হয়।


Top