আজ || রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  বৃষ্টিতে খেতে পারেন সাবু দানার মজার খিচুড়ি       তামিমের পরিচালক হওয়ার গুঞ্জন, বিসিবির গঠনতন্ত্র কী বলে       সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. ইউনূস       তালায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংলাপ অনুষ্ঠিত       তালায় সহিংসতার প্রতিবাদে আওয়াম লীগের মিছিল সমাবেশ       তালায় সহিংসতার প্রতিবাদে  আওয়াম লীগের বিক্ষোভ মিছিল  ও শান্তি সমাবেশ         তালায় আমার সংবাদ পত্রিকা ১যুগে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       তালা বাজার বণিক সমিতির সহ-সভাপতি রানাকে সাময়িক বহিষ্কার       বাজারে এলো নতুন প্রযুক্তির হোন্ডা এসপি ১৬০ বানিজ্য সংবাদ ::       তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী    
 


পাইকগাছার কপিলমুনিতে ৫ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

পাইকগাছায় পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য স্বাভাবিক রাখতে বানিজ্যিক এলাকা কপিলমুনি বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

বুধবার সকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মাদ আরাফাতুল আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় কয়েকটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ পন্য রাখায় ৫ ব্যবসায়ীকে ৮ হাজার ২শ টাকা জরিমানা এবং মেয়াদ উত্তীর্ণ পন্য জব্দ করেন। পরে জব্দকৃত পন্য গাড়ীর চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, সহকারি প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, ফাঁড়ি পুলিশের পরিদর্শক সঞ্জয় কুমাার দাশ, পেশকার দিপংকর প্রসাদ মল্লিক ও প্রতুল জোয়াদ্দার। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ইউএনও জুলিয়া সুকায়না করোনা পরিস্থিতি ও মাহে রমজানকে পুুঁজি করে পন্যের মূল্য বৃদ্ধি ও অবৈধ মজুদ করা থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।

সরকারি নির্দেশনা উপেক্ষা করে এসময় যারা মূল্যবৃদ্ধি কিংবা অবৈধ মজুদ করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি ব্যবসায়ীদের সর্তক করেন। এর আগে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয় মাঠে এলাকার কর্মহীন দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করেন।


Top