আজ || রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  বৃষ্টিতে খেতে পারেন সাবু দানার মজার খিচুড়ি       তামিমের পরিচালক হওয়ার গুঞ্জন, বিসিবির গঠনতন্ত্র কী বলে       সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. ইউনূস       তালায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংলাপ অনুষ্ঠিত       তালায় সহিংসতার প্রতিবাদে আওয়াম লীগের মিছিল সমাবেশ       তালায় সহিংসতার প্রতিবাদে  আওয়াম লীগের বিক্ষোভ মিছিল  ও শান্তি সমাবেশ         তালায় আমার সংবাদ পত্রিকা ১যুগে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       তালা বাজার বণিক সমিতির সহ-সভাপতি রানাকে সাময়িক বহিষ্কার       বাজারে এলো নতুন প্রযুক্তির হোন্ডা এসপি ১৬০ বানিজ্য সংবাদ ::       তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী    
 


পলাশপোলে আমরা প্রাক্তন রোভারের খাদ্যসামগ্রী বিতরণ

‘আমরা প্রাক্তন রোভার’ সাতক্ষীরার উদ্যোগে শহরের কয়েকটি স্থানেকর্মহীন মানুষের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সকালে স্টেডিয়ামের পিছনে পলাশপোল চাল, আটা, ডাল, আলু, সাবানের প্যাকেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা রোভার স্কাউটের সম্পাদক মোঃ আসাদুজ্জামান, সাতক্ষীরা সরকারি কলেজের ভুগোল বিভাগের সহকারী অধ্যাপক ও রোভার নেতা আ. ন. ম গাউছার রেজা, প্রাক্তন খুলনা বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি নাজমুল হক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মেহেদীআলী সুজয়, প্রাক্তন সিনিয়র রোভার মেট আলফাজ হোসাইন, হাবিবুর রহমান হাবিব, রাশেদুজ্জামান রানা, সালাউদ্দীন রানা, আব্দুল্লাহ আল মামুন, আরিফুল ইসলাম, মুক্তাদির হোসেন বকুল, ফাহাদ হোসেন, আব্দুল কাদের প্রমূখ। পরে শহরের সুলতানপুর, উত্তর কাটিয়া ও বাকালের কয়েকটি পরিবারের মধ্যে সহায়তা প্রদান করা হয়।

উদ্যোক্তারা জানান, করোনা ভাইরাসের কারণে নি¤œ আয়ের মানুষের জন্য আমাদের এই স্বল্প আয়োজন। করোয়ায় গৃহে অবস্থানকালীন সময়ে জেলার বিভিন্ন স্থানে জেলার প্রাক্তন রোভার স্কাউটদের এই খাদ্য সামগ্রী সহায়তা কার্যক্রম চলবে।


Top