করোনাভাইরাসে দেশে নতুন করে আরো দুই আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫১ জনে। এই দুইজনই পুরুষ। এর মধ্যে একজন সৌদি থেকে এসেছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস নিয়ে অনলাইনে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
মীরজাদী সেব্রিনা জানান, আক্রান্তদের মধ্যে নতুন করে ৬ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত মোট ১৬০২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
গতকাল সোমবার পর্যন্ত আক্রান্তদের মধ্যে ১৯ জন সুস্থ হয়েছিলেন।