আজ || বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  তালায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংলাপ অনুষ্ঠিত       তালায় সহিংসতার প্রতিবাদে আওয়াম লীগের মিছিল সমাবেশ       তালায় সহিংসতার প্রতিবাদে  আওয়াম লীগের বিক্ষোভ মিছিল  ও শান্তি সমাবেশ         তালায় আমার সংবাদ পত্রিকা ১যুগে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       তালা বাজার বণিক সমিতির সহ-সভাপতি রানাকে সাময়িক বহিষ্কার       বাজারে এলো নতুন প্রযুক্তির হোন্ডা এসপি ১৬০ বানিজ্য সংবাদ ::       তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী       তালায় মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন       তালায় আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত       পঞ্চম দিনের মতো খুলনা পল্লী বিদ্যুৎ সমিতিতে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি    
 


দৈনিক সময়ের আলো আজ পাঠক জনপ্রিয়তা অর্জন করেছে, এমপি রবি

 ‘সত্য প্রকাশে আপোসহীন’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক সময়ের আলো পত্রিকার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের দ্বিতীয় তলায় বঙ্গবন্ধু মিলনায়তনে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি.এম নুর ইসলামের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘হাটি হাটি পা পা করে দৈনিক সময়ের আলো পত্রিকা আজ দ্বিতীয় বছরে পা রাখলো। দেশের সামাজিক উন্নয়নে দৈনিক সময়ের আলো আজ পাঠক জনপ্রিয়তা অর্জন করেছে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের লেখনী শক্তি হয়ে কাজ করবে দৈনিক সময়ের আলো আমি আশা করি। সুন্দর মন মানুষিকতা নিয়ে দেশের উন্নয়নে এগিয়ে যেতে হবে। সাতক্ষীরাকে উন্নয়নে এগিয়ে নিতে সবাই মিলে সমন্বিত উদ্যোগ নিয়ে আওয়াজ তুলতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফ্ফার রহমান, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর জ্যোৎস্না আরা, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার সম্পাদক মকসুমুল হাকিম, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী সদস্য আর টিভি’র জেলা প্রতিনিধি রাম কৃষ্ণ চক্রবর্তী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি কাজী শহিদুল হক রাজু।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোহাম্মদ আলী সুজন, সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম আজাদ, যমুনা টিভির জেলা প্রতিনিধি আহছানুর রহমান রাজীব, নারী নেত্রী রওশন আরা রুবি, সাংবাদিক ডি.এম কামরুল ইসলাম, সাংবাদিক ডা. মহিদার রহমান, সাংবাদিক শেখ আমিনুর রশিদ সুজন প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী শওকত হোসেন ময়না।


Top