আজ || শনিবার, ২৭ জুলাই ২০২৪
শিরোনাম :
  তালায় আমার সংবাদ পত্রিকা ১যুগে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       তালা বাজার বণিক সমিতির সহ-সভাপতি রানাকে সাময়িক বহিষ্কার       বাজারে এলো নতুন প্রযুক্তির হোন্ডা এসপি ১৬০ বানিজ্য সংবাদ ::       তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী       তালায় মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন       তালায় আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত       পঞ্চম দিনের মতো খুলনা পল্লী বিদ্যুৎ সমিতিতে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি       তেলবাজির তেলেসমাতি        তালায় যুব রেড ক্রিসেন্ট সোসাইটির কমিটি গঠন       সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন    
 


দেশে মোট ভোটার ১০ কোটি ৯৮ লাখ: নির্বাচন কমিশন

চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নতুন ভোটার তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১শ’ ১২ জন।

সোমবার (২রা ফেব্রুয়ারি) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার-সিইসি কে এম নুরুল হুদা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভোটার দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় সিইসি নতুন ভোটার তালিকা প্রকাশ করেন।

সিইসি জানান, চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১শ’ ১২ জন। এরমধ্যে, পুরুষ ভোটার ৫ কোটি ৫৪ লাখ ৮২ হাজার ৫শ’ ৩০ জন। আর নারী ভোটার ৫ কোটি ৪৩ লাখ ৩৬ হাজার ২শ’ ২২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩৬০ জন। এছাড়া ভোটার তালিকায় নতুন ভোটার যুক্ত হয়েছেন ৬৯ লাখ ৭১ হাজার ৪শ’ ৭০ জন।

ভোটার দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন সিইসি কে এম নুরুল হুদা, নির্বাচন কমিশনার মাহাবুব তালুকদা, রফিকুল ইসলাম, কবিতা খানম এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর।


Top