আজ || রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  বৃষ্টিতে খেতে পারেন সাবু দানার মজার খিচুড়ি       তামিমের পরিচালক হওয়ার গুঞ্জন, বিসিবির গঠনতন্ত্র কী বলে       সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. ইউনূস       তালায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংলাপ অনুষ্ঠিত       তালায় সহিংসতার প্রতিবাদে আওয়াম লীগের মিছিল সমাবেশ       তালায় সহিংসতার প্রতিবাদে  আওয়াম লীগের বিক্ষোভ মিছিল  ও শান্তি সমাবেশ         তালায় আমার সংবাদ পত্রিকা ১যুগে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       তালা বাজার বণিক সমিতির সহ-সভাপতি রানাকে সাময়িক বহিষ্কার       বাজারে এলো নতুন প্রযুক্তির হোন্ডা এসপি ১৬০ বানিজ্য সংবাদ ::       তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী    
 


তৃতীয় দিন শেষে ২৮৬ রানের লিডে চালকের আসনে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ২৮৬ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে রোডেশিয়ানদের করা ২৬৫ রানের জবাবে, প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫৬০ রান তুলে ডিক্লেয়ার করে মুমিনুলের দল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এরই মধ্যে ২ উইকেট হারিয়ে বসেছে জিম্বাবুয়ে। ৯ রানে দিন শেষ করেছে তারা। অপরাজিত আছেন কাসুজা ও টেইলর। বাংলাদেশের পক্ষে দুটি উইকেটই নেন নাঈম হাসান।

এর আগে, মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে ক্যারিয়ারের ৩য় টেস্ট সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। এরপরই ২৯৫ রানে এগিয়ে থেকে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এর আগে, শতক করেছেন মুমিনুলও।

ম্যাচের তৃতীয় দিনে ৩ উইকেটে ২৪০ রান নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। আগের দিনের ব্যক্তিগত ৩২ রান নিয়ে খেলতে নেমে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নেন মুশফিক। অধিনায়ক মুমিনুল হক ২য় দিনের অপরাজিত ৭৯ রানকে সেঞ্চুরিতে পরিণত করেন ৩য় দিনের শুরুতেই। দলীয় ৩৯৪ আর ব্যাক্তিগত ১৩২ রানে ফিরেছেন মুমিনুল হক। আউট হওয়ার আগে মুশফিকুর রহিমের সঙ্গে খেলেছেন ২২২ রানের পার্টনারশিপ।

এরপর ছয় নম্বরে ব্যাট করতে নেমে ব্যর্থ মোহাম্মদ মিঠুন। ব্যাক্তিগত ১৭ আর দলীয় ৪২১ রানে ফিরে যান প্যাভিলয়নে। এরপর ৩১৫ বলে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো টেস্ট সেঞ্চুরি তুলে নেন মুশফিক। বাংলাদেশের ইনিংস ঘোষণার সময় ২০৩ রানে অপরাজিত ছিলেন মুশফিক। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে তামিমকে টপকে সর্বোচ্চ রানের মালিকও বনে যান মুশফিক।

এছাড়া, বাংলাদেশের পক্ষে শান্তর পরে আরেকটা ফিফটি পেয়েছেন লিটন দাস। ৫৩ রান করেন তিনি। ৬ষ্ঠ উইকেট জুটিতে মুশফিকের সঙ্গে ১১১ রান তুলেন লিটন। জিম্বাবুয়ের পক্ষে এন্দ্লোভু ২টি উইকেট শিকার করেন।


Top