তাপস সরকার::
তালায় ৯২ ফেন্ডস ফোরামের ১২ তম বন্ধু ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ জুন) সকালে ৯২ ফেন্ডস ফোরামের উদ্যোগে তালা সদর ইউনিয়ন পরিষদের হলরুমে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ৯২ফ্রেন্ডস ফোরামের সভাপতি প্রভাষক প্রনব ঘোষ বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেনের পরিচালনায় বক্তৃতা করেন মুন্সী রবিউল ইসলাম রানা,ফারহানা আকতানা রিটা,আঃ জব্বার,অধ্যক্ষ রামপ্রসাদ দাস,ডাঃমোতাহিরুল হক শাহিন,ডাঃ রবিউল ইসলাম,মোকতার হোসেন,হাবিবুর রহমান,মীর রবি,প্রসিত কুমার ,সুজিত হোড়, প্রমুখ।
পুনর্মিলনী উৎসবে শতাধিক বন্ধু উপস্হিত ছিলেন।