তালায় করোনা পরিস্থতিতে কর্মহীন হয়ে পড়া ৯০ ইমাম-মুয়াজ্জিনের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছে আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার। সংস্থার নির্বাহী পরিচালকের যাকাত ফান্ড থেকে মঙ্গলবার (১৯ মে) সকালে তালা আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার কার্যলয়ে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ৯০ জন ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ২৫ কেজি চাল,২০ কেজি আটা, ২ কেজি ডাল,২ লিটার তেল, ২ প্যাকেট সেমাই ও ১ কেজি চিনি বিতরণ করা হয়।
আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারে তালা শাখা ব্যাবস্থাপক মোঃ মিজানুর রহমান, তালা উপজেলা জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা তৌহিদুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
এরআগে ১৯২ পরিবারের মাঝে ৪ কেজি আটা, ১২০ পরিবারের মাঝে ২৫ কেজি চাল ও ৫৭ পরিবারের মাঝে ৫০ কেজি চাল এবং ২ ডজন ডিম বিতরণ করা হয় বলে জানান আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারে তালা শাখা ব্যাবস্থাপক মোঃ মিজানুর রহমান।
তিনি বলেন, সংস্থার নির্বাহী পরিচালক ডাঃ শেখ মহিউদ্দীনের নির্দেশনা মোতাবেক করোনা সংক্রমণের ফলে প্রত্যন্ত এলাকার ঘরবন্দি, কর্মহীন পরিবারগুলোর মধ্যে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।