সাতক্ষীরার তালায় ৩০ বোতল ফেনসিডিল ও ডায়াং মোটর সাইকলসহ শেখ নাহিদ হোসেন (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার শুভাষিণী এলাকা থেকে তাকে আটক করা হয়। সে সাতক্ষীরা সদর উপজেলার দোহখোলা গ্রামের দুলাল হোসেনের ছেলে।
থানা সূত্রে জানাযায়, তালা উপজেলার সীমান্তবর্তী শুভাষিনী এলাকায় পাটকেলঘাটা থানার এসআই মোঃ ওহিদুর রহমান ও এসআই আবু তালেবের নেতৃত্বে একদল পুলিশ চেক করার সময় নাহিদকে ৩০ বোতল ফেন্সিডিলসহ আটক করে।
আটক নাহিদ নাহিদকে ফেন্সিডিল সংগ্রহ করে মোটর সাইকেলযোগে সাতক্ষীরা থেকে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তালা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।