সাতক্ষীরা তালা উপজেলা ১১টি ইউনিয়ন পরিষদ, দলীয় প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করছে আওয়ামী লীগ।
শনিবার (১৩ মার্চ) সকালে গণভবনে শুরু হওয়া দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথসভায় প্রার্থী তালিকা চূড়ান্ত করছে। এতে সভাপতিত্ব করেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দলীয় সূত্রে জানা গেছে,ধানদিয়া ইউনিয়ন মো. শহিদুল ইসলাম, নগরঘাটা ইউনিয়ন মো.কামরুজ্জামান, সরুলিয়া ইউনিয়ন মো. মতিয়ার রহমান, তেঁতুলিয়া ইউনিয়ন এস এম আবুল কালাম আজাদ, তালা সদর ইইনিয়ন সরদার জাকির হোসেন, ইসলামকাটি ইউনিয়ন সুভাষ চন্দ্র সেন, মাগুরা ইউনিয়ন গণেশ দেবনাথ, খলিশখালী ইউনিয়ন মো. মোজ্জাফর রহমান, খেশরা ইউনিয়ন মো. রাজিব হোসেন, জালালপুর ইউনিয়ন মো. রবিউল ইসলাম (মুক্তি) এবং খলিলনগর ইউনিয় প্রণন কুমার ঘোষ।
প্রকাশ,দেশের ৩৭১টি ইউনিয়ন পরিষদ, ১১টি পৌরসভা এবং লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করছে আওয়ামী লীগ। আগামী ১১ই এপ্রিল এসব ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও লক্ষ্মীপুর-২ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।