তালায় তুলাচাষী প্রকল্পে (ফেজ-১) এর আওতায় তুলাচাষীদের উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় ও কর্মহীন একশত কৃষক-কৃষাণীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৯ মে) সকালে তালা ও ডুমুরিয়া উপজেলা সীমান্তবর্তী চন্ডীপুর মাঠে তুলা উন্নয়ন বোর্ড যশোর জোনের উদ্যোগে মীর জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জনের তুলা উন্নয়ন বোর্ডের প্রধান কর্মকর্তা মোঃ কুতুব উদ্দীন। কটন ইউনিট অফিসার মোঃ হুমায়ুন কবীরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা ইউনিট মোঃ রফিকুল ইসলাম, কৃষক আবুল কালাম মাহমুদ,ইনছার আলী প্রমুখ। উদ্ধুদ্ধ করণ সভায় তুলা চাষীসহ স্থানীয় কৃষক-কৃষাণীরা অংশগ্রহণ করেন। এ সময় অসহায় ও কর্মহীন একশত কৃষক-কৃষাণীর মাঝে চাল,ডাল, তেল, লবণ, সাবান ও মাস্ক বিতরণ করা হয়।