তালা উপজেলা পরিষদ মিলনায়তনে করোনা পরিস্থিতি মোকাবেলায় ত্রাণ, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) বিকালে তালা উপজেলা প্রশাসনের আয়োজনে জনপ্রতিনিধিদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খন্দকার রবিউল ইসলাম, তালা থানা ওসি মেহেদী রাসেল,পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা হাসপাতালের মেডিকেল অফিসার রওশন দায়েমী, ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, এম মফিদুল হক লিটু, সাংবাদিক মোজাফ্ফার রহমান, আজিজুর রহমান রাজু, জাহাঙ্গীর আলম, মতিয়ার রহমান, আজিজুল ইসলাম, সরদার রফিকুল ইসলাম, অধ্যাপক সুভাষ চন্দ্র সেন,গনেশ দেবনাথ, প্রভাষক রাজিব হোসেন রাজু,কামরুজ্জামান লিপু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হকসহ উপজেলার সরকারি কর্মকতা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল বলেন, সরকারি ত্রাণের তালিকা এবং বিতরণে কোন রকম অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা করা হবে। এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে ইউপি চেয়ারম্যানদের কাজ করার জন্য আহবান জানান তিনি।