ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সাতক্ষীরা তালায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তালা সদর আওয়ামী লীগের উদ্যোগে শনিবার সকালে র্যালী শেষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম।
উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিউর রহমান ডানলপের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মীর জাকির হোসেন,সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দীন জোয়াদ্দার, উপজেলা যুবলীগের সভাপতি তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কামান্ডার উপজেলা সভাপতি জাহিদুর রহমান লিটু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জেবুনেচ্ছা খানম,আওয়ামীলীগ নেতা শহিনুর রহমান খাঁন,খান সিরাজুল ইসলাম,মোহাম্মাদ আলী কাজী লিয়াকত,মীর কল্লোল।