সাতক্ষীরা তালা উপজেলা পর্যায়ে ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ৮টি স্কুল, ৯টি মাদ্রাসা, ১টি কারিগরি শতভাগ পাশ এবং বিশেষ কৃতিত্ব (জিপিএ-৫ ) ৩টি স্কুল অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) বিকালে তালা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সরোয়ার হোসেন।
উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রভাস কুমার দাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, অধ্যক্ষ এনামুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ, সাসের নির্বাহী পরিচালক শেখ ইমান আলী প্রমূখ।
##