আজ || সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  বৃষ্টিতে খেতে পারেন সাবু দানার মজার খিচুড়ি       তামিমের পরিচালক হওয়ার গুঞ্জন, বিসিবির গঠনতন্ত্র কী বলে       সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. ইউনূস       তালায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংলাপ অনুষ্ঠিত       তালায় সহিংসতার প্রতিবাদে আওয়াম লীগের মিছিল সমাবেশ       তালায় সহিংসতার প্রতিবাদে  আওয়াম লীগের বিক্ষোভ মিছিল  ও শান্তি সমাবেশ         তালায় আমার সংবাদ পত্রিকা ১যুগে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       তালা বাজার বণিক সমিতির সহ-সভাপতি রানাকে সাময়িক বহিষ্কার       বাজারে এলো নতুন প্রযুক্তির হোন্ডা এসপি ১৬০ বানিজ্য সংবাদ ::       তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী    
 


তালায় এনজিও কর্মী সঞ্জয়ের করোনা জয় : লকডাউন প্রত্যাহার

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের কাপাসডাঙ্গা গ্রামের এনজিও কর্মী সঞ্জয় সরকার (৩৫) করোনা জয় করেছে। করোনা ভাইরাসে আক্রান্ত সঞ্জয় সরকারসহ লকডাউনভূক্ত সকল পরিবার সুস্থ হওয়ায় লকডাউন প্রত্যাহার করা হয়েছে। শনিবার (২৩ মে) করোনা পজেটিভ সঞ্জয় সরকার পরপর তিনবার পরীক্ষায় করোনাভাইরাস (কোভিট-১৯) নেগেটিভ হওয়ায় উক্ত এলাকার লকডাউন উঠিয়ে নেওয়া হয়। এ সময় করোনা জয়ী সঞ্জয় সরকারকে ফুল দিয়ে বরণ করেন সাতক্ষীরা-১ (তালা-কলোরোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ ও তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার।
এ সময় করোনা জয়ী সঞ্জয় সরকার বলেন, দৃঢ় মনোবল ও সকল প্রকার স্বাস্থ্য বিধি মেনেই তিনি করোনা জয় করেছেন। তিনি করোনা পজেটিভ হবার পরও কখনও ভেঙ্গে পড়েননি বলে জানান। এ সময় তিনি স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী অফিসার, পাটকেলঘাটা থানার ওসি ও স্থানীয় ইউপি চেয়াম্যানের ভূয়সী প্রসংশা করে বলেন, উনারা সব সময় আমার খোঁজ-খবর নিয়েছেন।
উল্লেখ্য, সাতক্ষীরার বিনেরপোতা ঋশিল্পী ইন্টারন্যাশনালের প্রোডাকশন ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন সঞ্জয় সরকার। এপিল মাসের ৩য় সপ্তাহের দিকে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে ত্রাণ কার্যক্রমে অংশ নেন তিনি। ২/৩ দির পরেই তার মাথা ব্যথা শুরু হয়। এরপর গত ২৮ এপ্রিল তালার কুমিরা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে করোনা পরীক্ষার জন্য তিনি নমুনা দিয়ে আসেন। ঐদিন উক্ত নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল। ৩০ এপ্রিল সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজের সংশ্লিষ্ট ইউনিট থেকে তার করোনা পজেটিভের বিষয়টি নিশ্চিত করা হয়। এ সময় জেলা ও উপজেলা প্রশাসন তার বাড়িসহ আশেপাশের ১০ টি বাড়ি লকডাউন ঘোষণা করে।


Top