করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন লিফলেট ও মাস্ক বিতরণ করেছেন।
জানা গেছে,(২৫ ও ২৬ মার্চ ) দু’দিন ব্যাপি তালা সদর ইউনিয়ন চেয়ারম্যান সরদার জাকির হোসেনের নিজস্ব উদ্যোগে ইউনিয়নের তালা বাজার,জাতপুর,খেজুরবুনিয়া,শাহাপুর বাজারসহ বিভিন্ন পাড়া মহল্লায় গুরুত্বপূর্ণ এলাকায় সচেতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করেছেন।
এ প্রসঙ্গে চেয়ারম্যান সরদার জাকির হোসেনে বলেন, নভেল করোনা ভাইরাসের হাত হতে রক্ষা পাওয়ার জন্য গণ সচেতনতার বিকল্প নেই।
তিনি সকল কে জনসমাগম এড়িয়ে ব্যক্তিগত পর্যায়ে পরিস্কার পরিচ্ছন্ন থাকার উপর গুরুত্ব আরোপ করেন।