বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলছে সর্বোচ্চ প্রচেষ্টা। রাষ্ট্রীয় পর্যায়ের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ন্যায় ব্যক্তি উদ্যোগেও এই সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে নেয়া হচ্ছে নানাবিধ পদক্ষেপ।
এরই ধারাবাহিকতায় ০৪ এপ্রিল করোনা ভাইরাস প্রতিরোধে সাতক্ষীরার তালা উপজেলার তালা সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাড়িতে গিয়ে নিজে লিফলেট বিতরণ সচেতন করছেন সাধারণ মানুষের ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগনেতা মীর শামছুদ্দোহা আকবর কল্লোল ।
এ সময় তিনি ৮নং ওয়ার্ডের জনগুরুত্বপূর্ণ স্থানে ও বাড়ি বাড়ি গিয়ে এ কার্যক্রম অব্যাহত রেখেছেন।
এ ব্যাপারে ইউপি সদস্য মীর কল্লোল বলেন, বৃহৎ পরিসরে না পারলেও ক্ষুদ্র পরিসরে আমি আমার ওয়ার্ডের বিভিন্ন জনগুরুত্বপূর্ণস্থান, রাস্তা ও বাড়ি বাড়ি গিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন করছি। পাশাপাশি জনসাধারণকে আতঙ্কিত না হয়ে করোনা মোকাবিলায় সরকারি নির্দেশনা মেনে চলার আহবান করছি এবং স্থানীয় সমৃদ্ধশালী ব্যক্তিদেরকে এই দুঃসময়ে জনসাধারনের পাশে থাকার আহবান জানাচ্ছি। ইউপি সদস্যের এ কর্মকান্ডে তার ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সন্তোষ প্রকাশ করেন ।