তালায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মনিরা বেগম(৩২) নামের এক সন্তানের জননী নিহত হয়েছেন।
বুধবার((১৫ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে তালা উপজেলার খুলনা-পাইকগাছা সড়কের জাতপুর বাজারে রাস্তা পার হয়ে তার স্বামীর দোকানে যাওয়ার সময় খুলনাগামী দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় মনিরা বেগম (৩২) গুরুতর আহত হয়।
আহত অবস্থায় উদ্ধার করে তালা হসপিটালে পরবর্তিতে খুলনা ২৫০ শয্যা হসপিটলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত গৃহবধূ উপজেলার পাঁচরোখী গ্রামের মান্নান শেখের স্ত্রী।
নিহত মনিরা বেগমের নাইম নামের ৭বছর বয়সের একটি পুত্র সন্তান রয়েছে।
তালা থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।