তালায় বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ শক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বর এসে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা থানার অফিসার্স ইনচার্জ চেীধুরী রেজাউল করিম, ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাপড়ি, অধ্যক্ষ এনামুল ইসলাম, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, জেলা জেএসডি সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, সৈয়দ জোনায়েদ আকবর সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ।