আজ || রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  বৃষ্টিতে খেতে পারেন সাবু দানার মজার খিচুড়ি       তামিমের পরিচালক হওয়ার গুঞ্জন, বিসিবির গঠনতন্ত্র কী বলে       সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. ইউনূস       তালায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংলাপ অনুষ্ঠিত       তালায় সহিংসতার প্রতিবাদে আওয়াম লীগের মিছিল সমাবেশ       তালায় সহিংসতার প্রতিবাদে  আওয়াম লীগের বিক্ষোভ মিছিল  ও শান্তি সমাবেশ         তালায় আমার সংবাদ পত্রিকা ১যুগে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       তালা বাজার বণিক সমিতির সহ-সভাপতি রানাকে সাময়িক বহিষ্কার       বাজারে এলো নতুন প্রযুক্তির হোন্ডা এসপি ১৬০ বানিজ্য সংবাদ ::       তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী    
 


তালায় টেলিমেডিসিন কর্মসূচীর অবহিতকরণ সভা

শনিবার (১ এপ্রিল) সকালে তালা সদর ইউনিয়ন পরিষদের হলরুমে HHH টেলিমেডিসিন কর্মসূচীর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

অর্জন ফাউন্ডেশন, সাতক্ষীরার বাস্তবায়নে এবং হিউম্যান হেলথ্ হেল্পলাইন এর সহযোগিতায় দুই দিনব্যাপী অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

সভায় মূল আলোচনা করেন HHH (হিউম্যান হেলথ্ হেল্পলাইন) এর সিইও মোঃ মাহমুদুল হুসাইন টিপু। স্বাগত বক্তব্য রাখেন অর্জন ফাউন্ডেশনের নির্বাহী প্রধান মহুয়া মঞ্জুরী। উক্ত সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫ জন ওয়ার্ড কর্মী অংশগ্রহণ করেন।


Top