শনিবার (১ এপ্রিল) সকালে তালা সদর ইউনিয়ন পরিষদের হলরুমে HHH টেলিমেডিসিন কর্মসূচীর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
অর্জন ফাউন্ডেশন, সাতক্ষীরার বাস্তবায়নে এবং হিউম্যান হেলথ্ হেল্পলাইন এর সহযোগিতায় দুই দিনব্যাপী অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
সভায় মূল আলোচনা করেন HHH (হিউম্যান হেলথ্ হেল্পলাইন) এর সিইও মোঃ মাহমুদুল হুসাইন টিপু। স্বাগত বক্তব্য রাখেন অর্জন ফাউন্ডেশনের নির্বাহী প্রধান মহুয়া মঞ্জুরী। উক্ত সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫ জন ওয়ার্ড কর্মী অংশগ্রহণ করেন।