তালায় একইদিনে দুই কিশোরী ও এক বালকের বাল্যবিবাহের উদ্যোগের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। সোমবার (১৫ মে) তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার এ আদেশ জারি করেন।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, তালা উপজেলার মাগুরাডাংগা গ্রামের আকিমুদ্দীনের পুত্র নাইমুর রহমানের সাথে মাগুরা গ্রামের ১৬ বছর বয়সী এক কিশোরীর বিয়ে বিয়ের খবর শোনা যায়। বিষয়টি জানতে পেরে সোমবার সকালে তাদেরকে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। অপরদিকে দোহার গ্রামের মৃত শেখ নজরুল ইসলামের ছেলে শেখ আবু হেনার সাথে পাশর্^বর্তী এলাকার এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীর বাল্যবিবাহ ঠিক হয়। তাদেরকেও হাজির করা হয়। এ সময় মহিলা বিষয়ক কার্যালয়ে হাজির হয়ে তারা ঐ কিশোর-কিশোরীদের বাল্যবিবাহ দেবেন না এই মর্মে মুচেলকা প্রদান করেন।