আজ || বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  তালায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংলাপ অনুষ্ঠিত       তালায় সহিংসতার প্রতিবাদে আওয়াম লীগের মিছিল সমাবেশ       তালায় সহিংসতার প্রতিবাদে  আওয়াম লীগের বিক্ষোভ মিছিল  ও শান্তি সমাবেশ         তালায় আমার সংবাদ পত্রিকা ১যুগে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       তালা বাজার বণিক সমিতির সহ-সভাপতি রানাকে সাময়িক বহিষ্কার       বাজারে এলো নতুন প্রযুক্তির হোন্ডা এসপি ১৬০ বানিজ্য সংবাদ ::       তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী       তালায় মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন       তালায় আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত       পঞ্চম দিনের মতো খুলনা পল্লী বিদ্যুৎ সমিতিতে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি    
 


জামালপুরের মেলান্দহ উপজেলায় চাল ও ধান সংগ্রহ অভিযান উদ্বোধন

জামালপুর প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, যে কোন দুর্যোগের পর খাদ্য সংকট দেখা দেয়। সারাবিশ্বে খাদ্য সংকট দেখা দিলেও বাংলাদেশে যেনো তার কোন প্রভাব না পড়ে সে বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানামূখি পদক্ষেপ নিয়েছেন। তিনি বলেন, পৃথিবীতে চাল উৎপাদনকারী দেশ হিসেবে চতুর্থ তালিকা থেকে এখন তৃতীয় তালিকার স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ।

তিনি আজ দুপুরে জামালপুরের মেলান্দহ উপজেলায় বোরো চাল ও ধান সংগ্রহ অভিযান উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
চলতি বোরো মওসুমে মেলান্দহ উপজেলায় ৪ হাজার ৪৫৬ মেট্রিক টন সেদ্ধ চাল, ২৭৮ মেট্রিক টন আতপ চাল ও ৩ হাজার ৬৫১ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, মেলান্দহ উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, উপজেলা নিবার্হী অফিসার তামিম আল ইয়ামিনসহ খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Top