আজ || সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  বৃষ্টিতে খেতে পারেন সাবু দানার মজার খিচুড়ি       তামিমের পরিচালক হওয়ার গুঞ্জন, বিসিবির গঠনতন্ত্র কী বলে       সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. ইউনূস       তালায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংলাপ অনুষ্ঠিত       তালায় সহিংসতার প্রতিবাদে আওয়াম লীগের মিছিল সমাবেশ       তালায় সহিংসতার প্রতিবাদে  আওয়াম লীগের বিক্ষোভ মিছিল  ও শান্তি সমাবেশ         তালায় আমার সংবাদ পত্রিকা ১যুগে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       তালা বাজার বণিক সমিতির সহ-সভাপতি রানাকে সাময়িক বহিষ্কার       বাজারে এলো নতুন প্রযুক্তির হোন্ডা এসপি ১৬০ বানিজ্য সংবাদ ::       তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী    
 


চিনি উৎপাদন কমেছে

চিনি রপ্তানি আগে থেকেই নিষিদ্ধ করে রেখেছে ভারত। এবার প্রতিবেশী দেশটিতে ভোগ্যপণ্যটির উৎপাদনও ব্যাপক কমেছে। ফলে খাদ্যপণ্যটি রপ্তানিতে আরও কড়াকড়ি করতে পারে তারা। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, ভারতে ২০২২-২৩ অর্থবছর শুরু হয়েছে গত ১ অক্টোবর। সেই থেকে এখন পর্যন্ত দেশটির কারখানায় মোট চিনি উৎপাদন হয়েছে ৩০ মিলিয়ন টন। গত মৌসুমের একই সময়ের চেয়ে যা ৩ দশমিক ৩ শতাংশ কম।

বুধবার (৫ এপ্রিল) ইন্ডিয়ান সুগার মিলস অ্যাসোসিয়েশন (ইএসএমএ) এসব তথ্য নিশ্চিত করেছে। তারা বলছে, ভারতে চলতি অর্থবছরে ৫৩২টি মিল চিনি উৎপাদন শুরু করেছিল। তবে প্রতিকূল পরিস্থিতিতে এর মধ্যে ৩৩৮টি কারখানা বন্ধ হয়ে গেছে।

ফলে ভারতে চিনি তৈরি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এছাড়া দেশটির আখ প্রধান প্রধান অঞ্চলে উৎপাদন কমেছে। এ প্রেক্ষাপটে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারতীয় সরকার।

বিশ্বের অন্যতম শীর্ষ চিনি সরবরাহকারী ভারত। দেশটিতে উল্লেখযোগ্য হারে উৎপাদন কমে যাওয়ায় বিশ্ববাজারে সরবরাহ ব্যাহত হয়েছে। ফলে নিত্যপণ্যটির সংকট দেখা দিয়েছে। এতে দামও বেড়ে গেছে বহু।

ভারতীয় চিনি আমদানিকারী অন্যতম দেশ বাংলাদেশ। ইতোমধ্যে এখানে চিনির অভাব দেখা দিয়েছে। পড়শী দেশে উৎপাদন কমায় সেই সংকট আরও বড় হতে পারে।


Top