আজ || রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  বৃষ্টিতে খেতে পারেন সাবু দানার মজার খিচুড়ি       তামিমের পরিচালক হওয়ার গুঞ্জন, বিসিবির গঠনতন্ত্র কী বলে       সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. ইউনূস       তালায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংলাপ অনুষ্ঠিত       তালায় সহিংসতার প্রতিবাদে আওয়াম লীগের মিছিল সমাবেশ       তালায় সহিংসতার প্রতিবাদে  আওয়াম লীগের বিক্ষোভ মিছিল  ও শান্তি সমাবেশ         তালায় আমার সংবাদ পত্রিকা ১যুগে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       তালা বাজার বণিক সমিতির সহ-সভাপতি রানাকে সাময়িক বহিষ্কার       বাজারে এলো নতুন প্রযুক্তির হোন্ডা এসপি ১৬০ বানিজ্য সংবাদ ::       তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী    
 


খুলনার দাকোপে ছুরিকাঘাতে যুবক খুন, গণপিটুনিতে নিহত ঘাতক

খুলনার দাকোপ উপজেলায় নীল উৎপল (২৭) নামে এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন। পরবর্তীতে এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হয়েছেন ঘাতক ইমন শেখ (২৫)।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বাজরা ইউনিয়নের বাজুয়া এসএম ডিগ্রি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নীল উৎপল খুলনা বিএল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এমএসসি পাস করেছেন। তিনি একই এলাকার সুকুমার রপ্তানের ছেলে। ঘাতক ইমন শেখ একই এলাকার বাদল শেখের ছেলে।
দাকোপ থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী জানান, সোমবার বিকালে বাজুয়া এসএম ডিগ্রি কলেজে গরু ঢোকানো নিয়ে নীল উৎপলের বাবা লাইব্রেরিয়ান সুকুমার রপ্তানের সঙ্গে ইমন শেখের কলহ হয়।
এ ঘটনা মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে নীল উৎপলকে ঘুম থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে ইমন। এ সময় নীল উৎপলের চিৎকারে এলাকাবাসী এসে ঘাতক ইমনকে আটক করে গণপিটুনি দেয়। নীল উৎপলকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে  তার মৃত্যু হয়। পুলিশ এসে ইমন শেখকে হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।


Top