বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সাতক্ষীরায় বিএনপি’র জেলা কমিটির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপর সাড়ে বারটার সময় সাতক্ষীরার শহরের ইটাগাছা হাটের মোড়ের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ ইফতেখার আলী।
বক্তব্য রাখেন, সদস্য সচিব আব্দুল আলীম, হাবিবুর রহমান হবি, আবু জাহিদ ডাবলু, শ্রমিকনেতা আব্দুস সামাদ, পৌর কাউন্সিলর শফিকুল ইসলাম বাবু প্রমুখ।
জেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাবরণকারী বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবিলম্বে মুক্তির দাবি জানান।