যশোরের কেশবপুরে পারিবারিক কলহ এর কারণে স্বামী স্ত্রী দু’জনেই একই সাথে আত্মহত্যা করেছে।
থানা ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার রাতে শামীম হোসেন ও তার স্ত্রী রেনুকা (২৫) নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি পেচিয়ে ঝুলে আত্মহত্যা করে।
তাদের ৪ বছরের একটি ছেলে রয়েছে। শামীম হোসেন (৩০) ঋণ গ্রস্থ ছিলেন বলে জানা গেছে। খবর পেয়ে কেশবপুর থানার ওসি মোঃ জসীম উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।