আজ || শনিবার, ২৭ জুলাই ২০২৪
শিরোনাম :
  তালায় আমার সংবাদ পত্রিকা ১যুগে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       তালা বাজার বণিক সমিতির সহ-সভাপতি রানাকে সাময়িক বহিষ্কার       বাজারে এলো নতুন প্রযুক্তির হোন্ডা এসপি ১৬০ বানিজ্য সংবাদ ::       তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী       তালায় মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন       তালায় আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত       পঞ্চম দিনের মতো খুলনা পল্লী বিদ্যুৎ সমিতিতে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি       তেলবাজির তেলেসমাতি        তালায় যুব রেড ক্রিসেন্ট সোসাইটির কমিটি গঠন       সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন    
 


কেশবপুরে মটরসাইকেল-চালকসহ ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

কেশবপুর প্রতিনিধি
সরকারী নির্দেশনা না মানায় কেশবপুরে মটরসাইকেল চালকসহ ৮ ব্যবসা প্রতিষ্ঠান মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাবলে শনিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানাদেশ প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসের পেশকার বিশ্বজিৎ রায় জানান, করোনা ভাইরাস প্রতিরোধে জনসমাগম এড়াতে প্রতিদিনের ন্যায় শনিবার সকালে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে কেশবপুর বাজারসহ উপজেলার বিভিন্ন হাট-বাজার পরিদর্শন করেন। এসময় সরকারী নির্দেশনা না মেনে কতিপয় অসাধু ব্যবসায়ী তাদের দোকান খোলা রেখে জনসমাগমের সৃষ্টি করার দায়ে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন।
জরিমানা প্রাপ্তরা হলেন-কেশবপুর শহরের চায়ের দোকান্দার আতিয়ারকে ৫শ, মঙ্গলকোট বাজারের কাপড় ব্যবসায়ী রবিউল ইসলামকে ৫শ, ইলেক্ট্রোনিক্সের দোকান্দার আক্তার হুসাইনকে ৫শ, আগরহাটি-ভাইনা বাজারের ইলেক্ট্রোনিক্সের দোকান্দার আফসার আলীকে ৫শ, কলাগাছি বাজারের ইলেক্ট্রোনিক্স দোকান্দার সোহেল রানা ১ হাজার, তৌহিদুজ্জামানকে ১ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া বাউশালা গ্রামের ইব্রাহিম হোসেনকে (মটরসাইকেল চালক) ২শ ও কুসুলদিয়া গ্রামের হাসানুজ্জামানকে (মটরসাইকেল চালক) ২শ টাকা জরিমানা করেন।


Top