আজ || সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  বৃষ্টিতে খেতে পারেন সাবু দানার মজার খিচুড়ি       তামিমের পরিচালক হওয়ার গুঞ্জন, বিসিবির গঠনতন্ত্র কী বলে       সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. ইউনূস       তালায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংলাপ অনুষ্ঠিত       তালায় সহিংসতার প্রতিবাদে আওয়াম লীগের মিছিল সমাবেশ       তালায় সহিংসতার প্রতিবাদে  আওয়াম লীগের বিক্ষোভ মিছিল  ও শান্তি সমাবেশ         তালায় আমার সংবাদ পত্রিকা ১যুগে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       তালা বাজার বণিক সমিতির সহ-সভাপতি রানাকে সাময়িক বহিষ্কার       বাজারে এলো নতুন প্রযুক্তির হোন্ডা এসপি ১৬০ বানিজ্য সংবাদ ::       তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী    
 


কেশবপুরে ঝড়ে পড়া স্কুলমুখি শিক্ষার্থীর পরিবার পেল খাদ্য ও স্বাস্থ্য সূ-রক্ষা সামগ্রী

কেশবপুরে শনিবার সকালে সাগরদাঁড়িতে ঝড়ে পড়া স্কুলমুখি শিক্ষার্থীর পরিবার পেল খাদ্য ও স্বাস্থ্য সূ-রক্ষা সামগ্রী। করোনা পরিস্থিতিতে বেসরকারি উন্নয়ন সংস্থা ইন্টিগ্রেটেড ডেভেল্পমেণ্ট অর্গানাইজেশনের (আইডিও) উদ্যোগে সাগরদাঁড়ি ইউনিয়নের ২৩০ জন ঝড়ে পড়া স্কুলমুখি শিক্ষার্থী পরিবারের ভেতর ৭ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, সোয়া ২ কেজি গোল আলু, ২ লিটার সয়াবিন তেল, ৩ টি লাইফবয় সাবান, ৩ টি হুইল সাবান, ২ টি মাক্স ও ১টি করে স্বাস্থ্য সূ-রক্ষা বিষয়ক প্রচারণা পত্র বিতরণ করা হয়।

সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে ঝড়ে পড়া স্কুলমুখি শিক্ষার্থী পরিবারে ভেতর খাদ্য ও স্বাস্থ্য সূ-রক্ষা সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার তরিকুল ইসলাম, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, আইডিওর নির্বাহী পরিচালক মিজানুর রহমানসহ উক্ত অর্গানাইজেশনের কর্মকর্তারা।

বেসরকারি উন্নয়ন সংস্থা ইন্টিগ্রেটেড ডেভেল্পমেণ্ট অর্গানাইজেশনের (আইডিও) নির্বাহী পরিচালক মিজানুর রহমান বলেন, সাগরদাঁড়ি ইউনিয়নে ইতিপূর্বে ঝরে পড়া শিক্ষার্থী আবারও স্কুলমুখি হওয়ায় এমন ২৩০ হতদরিদ্র পরিবারের ভেতর ৭ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, সোয়া ২ কেজি গোল আলু, ২ লিটার সয়াবিন তেল, ৩ টি লাইফবয় সাবান, ৩ টি হুইল সাবান, ২ টি মাক্স ও ১টি করে স্বাস্থ্য সূ-রক্ষা বিষয়ক প্রচারণা পত্র বিতরণ করা হয়েছে।


Top