কেশবপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের বাস্তবায়নে গাভী পালন, গরু মোটাতাজাকরণ, ছাগল পালন ও মুরগী পালনে দানাদার খাদ্য-সহ বিভিন্ন উপকরণ সোমবার সকালে উপজেলা প্রাণী সম্পদ অফিস চত্ত্বরে বিতরণ করা হয়েছে।
এসময় গাভী পালনে ৩৩ টি প্রকল্পে দানাদার খাদ্য, গরু মোটাতাজাকরণে ১০টি প্রকল্পে দানাদার খাদ্য, মুরগী পালনে ৯টি প্রকল্পে মুরগীর ঘর ও প্রতিটি প্রকল্পে ১০টি করে সোনালী মুরগী এবং ছাগল পালনে ৩টি প্রকল্পে মাচা, খাদ্য-সহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ প্রকাশ চন্দ্র মন্ডল।
বিতরণকালে কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও ভেটেনারী সার্জন অলকেশ মন্ডল উপস্থিত ছিলেন।