করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা না করায় কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ছয় চিকিৎসককে বহিষ্কার করা হয়েছে।
শনিবার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আলিমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ছয় চিকিৎসকের তিনজন হাসপাতালে অনুপস্থিত, দুইজন আক্রান্ত রোগী দেখতে অনিচ্ছুক, একজন ইস্তফা দিয়েছেন।
বহিষ্কৃত চিকিৎসকরা হলেন জুনিয়র কনসালটেস্ট (এনেস্থিসিওলজি) ডা. হীরন চন্দ্র রায়, মেডিক্যাল অফিসার ডা. ফারহানা হাসনাত, জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা. শাহমিন হোসেন, মেডিক্যাল অফিসার ডা. উর্মি পারভীন, মেডিক্যাল অফিসার ডা. কাওসারউল্লাহ, আরপি (মেডিসিন) ডা. মুহাম্মদ ফজলুল হক।
এর আগে এই ৬ চিকিৎসকের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সেবা বিভাগের পরিচালক বরাবর কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ সেহাব উদ্দীন চিঠি পাঠান। এতে তিনি বলেন, এই ৬ চিকিৎসক কোভিড-১৯ কেন্দ্রে সেবা প্রদান করছেন না।