কুষ্টিয়ার ২৫০ শয্যা হাসপাতালে স্বল্পপরিসরে করোনা রোগী শনাক্ত কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১ টায় করোনা পরীক্ষা কার্যক্রম শুরু হয়। এদিন ২৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ল্যাব ইনচার্জ ডা. নাজনিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আগামী কাল শুক্রবার এসব পরীক্ষার ফলাফল পাওয়া যাবে বলে জানান তিনি।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তাপস কুমার জানান, কুষ্টিয়া ছাড়াও মেহেরপুর, চুয়াডাঙ্গা ও রাজবাড়ির কিছু অংশ এই ল্যাবে করোনা পরীক্ষার সুযোগ পাবে।