সমাজ পরিবর্তনে যুব সংহতি করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় কালীগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নের ২৩৭ জন হতদরিদ্র কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। ১৮ এপ্রিল শনিবার বেলা ১২ টায় কালিগঞ্জ লিডার্স এর কার্যালয় মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউকে এইডের সহযোগিতায় কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়ন এ ৮৪ জন, মথুরেশপুর ইউনিয়নে ৭৭ জন ও মৌতলা ইউনিয়নে ৭৬ জন মোট ২৩৭ জন পরিবারের মাঝে প্রত্যেককে৭ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, দুইটি সাবান প্যাকেট প্রদান করা হয়। কালিগঞ্জে লিডার্স এর অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে খাদ্য উপহার তুলে দেন প্রধান অতিথি কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। লিডার্স এর উপজেলা প্রোগ্রাম অফিসার শুলতা সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা লিডার্স এর উপদেষ্টা পরিষদের সাধারণ সম্পাদক ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু। আরো উপস্থিত ছিলেন ফিল্ড ফ্যাসিলিটেটর শ্যামল কুমার মন্ডল, ইয়াসমিন আরা সম্পা রানী বিশ্বাস, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমদ উল্লাহ, সাংবাদিক আব্দুল হামিদ, যুব ফোরামের উপজেলা সাধারণ সম্পাদক শেখ মাহমুদুল হাসান, কোষাধক্ষ্য শেখ পারভেজ ইসলাম প্রমুখ লিডার উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে কালীগঞ্জ উপজেলা ও শ্যামনগর উপজেলার বিভিন্ন মসজিদে মন্দিরে হ্যান্ড স্যানিটাইজার সাবান ও মাক্স প্রদান করা হয় সাবান দিয়ে হাত ধোয়ার কলাকৌশল সহ কোন ভাইরাস মোকাবেলায় সাধারণ জনগণকে ঘরে থাকার পরামর্শ প্রদান করা হয় পাশাপাশি দুই উপজেলার পাঁচ শতাধিক পরিবারের মাঝে খাদ্য উপহার প্রদান করা হয়েছে।