আজ || বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  তালায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংলাপ অনুষ্ঠিত       তালায় সহিংসতার প্রতিবাদে আওয়াম লীগের মিছিল সমাবেশ       তালায় সহিংসতার প্রতিবাদে  আওয়াম লীগের বিক্ষোভ মিছিল  ও শান্তি সমাবেশ         তালায় আমার সংবাদ পত্রিকা ১যুগে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       তালা বাজার বণিক সমিতির সহ-সভাপতি রানাকে সাময়িক বহিষ্কার       বাজারে এলো নতুন প্রযুক্তির হোন্ডা এসপি ১৬০ বানিজ্য সংবাদ ::       তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী       তালায় মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন       তালায় আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত       পঞ্চম দিনের মতো খুলনা পল্লী বিদ্যুৎ সমিতিতে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি    
 


কালিগঞ্জে বৈদ্যুতিক তারে জড়িয়ে যুবকের মৃত্য

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরার কালিগঞ্জের পল্লীতে বৈদ্যুতিক লাইনের তারে জড়িয়ে ২২ বছর বয়সী এক ভাটা শ্রমিকের করুন মৃত্যু হয়েছে। ঘটনাটি উপজেলার দঃ শ্রীপুর ইউনিয়নের ঘোঁজাডাঙ্গা এলাকার এসবি ব্রিকসে ঘটেছে। জানা যায়, উপজেলার উত্তর শ্রীপুর গ্রামে আব্দুর রহিমের পুত্র রফিকুল ইসলাম (২২) গত শুক্রবার(১৭ এপ্রিল) রাত ৮টায় এস.বি ইট ভাটার বৈদ্যুতিক লাইনের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। নিহত রফিকুল ইসলাম ঐ এস.বি ইট ভাটার শ্রমিক ছিলেন। মৃতের ভাই শফিকুল ইসলাম জানান, আমরা একই সময়ে ভাটার সামন্য কাজ সেরে বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম এসময় অসাবধানতায় আমার ছোট ভাই রফিক বিদ্যুতের তারে শর্টখেয়ে ছটফট করতেছিল। আমরা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে রফিককে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করে। কালিগঞ্জ থানার উপ পরিদর্শক জিয়ারত আলী ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে লাশের সুরতহাল শেষে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার যথাযথ তদন্ত চলছে। এঘটনায় এলাকার শোকের ছায়া নেমে আসে।


Top