কালিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২০ উদযাপন উপলক্ষে র্বণাঢ্য র্যালী ও দুর্যোগ ঝুকিহ্রাঁস বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। ১০ ই-মার্চ সকাল ১০ টায় কালিগঞ্জ উপজেলা প্রাঙ্গণ থেকে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বাস্তবায়নে ও ‘‘নবযাত্রা’’ ইউএসএআইডি খাদ্য নিরাপত্তা উন্নয়ন র্কাযক্রমের সহযোগীতায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে এক র্বণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় কালিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের গাড়িতে সাইরান বাজিয়ে জনসাধারণকে সচেতন করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। র্যালী শেষে উপজেলা মাঠে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড দূর্যোগ বিষয়ক এক মহড়া অনুষ্ঠিত হয়।
কালিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নাজিম উদ্দিনের নেতৃত্বে ফায়ার সার্ভিস কর্মীরা অগ্নিকান্ডের ঘটনা দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আহতদরে উদ্ধার পরবর্তী চিকিৎসা সেবা প্রদান, অগ্নিকান্ড হলে প্রাথমিক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আনার বিভিন্ন কৌশল দেখান। পরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি সিফাত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিরাজ হোসেন খাঁন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদ মেহেদী।
কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আফরাব হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হেসেন, সাংবাদিক আশেক মেহেদী, শেখ আতিকুর রহমান, বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিনিধি মুকুল কান্তি বিশ্বাস, উপ-সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী, শিক্ষক, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।