আজ || রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  বৃষ্টিতে খেতে পারেন সাবু দানার মজার খিচুড়ি       তামিমের পরিচালক হওয়ার গুঞ্জন, বিসিবির গঠনতন্ত্র কী বলে       সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. ইউনূস       তালায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংলাপ অনুষ্ঠিত       তালায় সহিংসতার প্রতিবাদে আওয়াম লীগের মিছিল সমাবেশ       তালায় সহিংসতার প্রতিবাদে  আওয়াম লীগের বিক্ষোভ মিছিল  ও শান্তি সমাবেশ         তালায় আমার সংবাদ পত্রিকা ১যুগে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       তালা বাজার বণিক সমিতির সহ-সভাপতি রানাকে সাময়িক বহিষ্কার       বাজারে এলো নতুন প্রযুক্তির হোন্ডা এসপি ১৬০ বানিজ্য সংবাদ ::       তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী    
 

 মালামাল উদ্ধার


কালিগঞ্জে চোর সিন্ডিকেটের দুই সক্রিয় সদস্য আটক

কালিগঞ্জে চোর সিন্ডিকেটের দুই সক্রিয় সদস্যকে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।

তাদের নিকট থেকে উদ্ধার করা হয়েছে একটি মটর সাইকেল, ৮ খানা বাইসাইকেল ও মোবাইল। থানা ও স্থানীয়দের সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গভীর রাতে ঘুশুড়ী গ্রামের মেছের আলী গাজীর পুত্র এলান গাজী (১৮) ও আমজেদ আলী গাজীর পুত্র বাবলা হোসেন (১৮) কে স্থানীয় জনসাধারণ সন্দেহ বসত আটক করে।

জিজ্ঞাসাবাদকালে তারা মোবাইল ফোন, মোটর সাইকেল ও বাইসাইকের চুরির কথা স্বীকার করে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন তাদের নিকট থেকে ১ টি মোটর সাইকেল ৮ খানা বাইসাইকেল কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পরে কালিগঞ্জ থানায় সংবাদ দিলে থানার উপ পরিদর্শক সালাহ উদ্দীন ও উপ পরিদর্শক ইমরানসহ সঙ্গীয় ফোর্স চুরিকৃত মালামাল জব্দ করে এবং চোর চক্রের সদস্য এলান ও বাবলাকে থানায় নিয়ে আসে। তাদেরকে চুরি মামলায় আটক দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।


Top