কালিগঞ্জে চোর সিন্ডিকেটের দুই সক্রিয় সদস্যকে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।
তাদের নিকট থেকে উদ্ধার করা হয়েছে একটি মটর সাইকেল, ৮ খানা বাইসাইকেল ও মোবাইল। থানা ও স্থানীয়দের সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গভীর রাতে ঘুশুড়ী গ্রামের মেছের আলী গাজীর পুত্র এলান গাজী (১৮) ও আমজেদ আলী গাজীর পুত্র বাবলা হোসেন (১৮) কে স্থানীয় জনসাধারণ সন্দেহ বসত আটক করে।
জিজ্ঞাসাবাদকালে তারা মোবাইল ফোন, মোটর সাইকেল ও বাইসাইকের চুরির কথা স্বীকার করে।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন তাদের নিকট থেকে ১ টি মোটর সাইকেল ৮ খানা বাইসাইকেল কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পরে কালিগঞ্জ থানায় সংবাদ দিলে থানার উপ পরিদর্শক সালাহ উদ্দীন ও উপ পরিদর্শক ইমরানসহ সঙ্গীয় ফোর্স চুরিকৃত মালামাল জব্দ করে এবং চোর চক্রের সদস্য এলান ও বাবলাকে থানায় নিয়ে আসে। তাদেরকে চুরি মামলায় আটক দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।