আজ || শনিবার, ২৭ জুলাই ২০২৪
শিরোনাম :
  তালায় আমার সংবাদ পত্রিকা ১যুগে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       তালা বাজার বণিক সমিতির সহ-সভাপতি রানাকে সাময়িক বহিষ্কার       বাজারে এলো নতুন প্রযুক্তির হোন্ডা এসপি ১৬০ বানিজ্য সংবাদ ::       তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী       তালায় মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন       তালায় আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত       পঞ্চম দিনের মতো খুলনা পল্লী বিদ্যুৎ সমিতিতে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি       তেলবাজির তেলেসমাতি        তালায় যুব রেড ক্রিসেন্ট সোসাইটির কমিটি গঠন       সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন    
 


কলারোয়া উপজেলায় এই প্রথম করোনা রোগী সনাক্ত

সাতক্ষীরায় কলারোয়ায় গত কয়েকদিন আগে ১জন  করোনা ভাইরাস টেস্ট করলে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা যায়। আক্রান্ত ব্যক্তির বাড়ি কলারোয়া উপজেলার চন্দনপুরে ইউনিয়নের দারকি গ্রামে বাড়ি, আক্রান্তের নাম মুজাহিদুল ইসলাম।

গত ১৩ মে তার নমুনা সংগ্রহ করা হয়। শনিবার দুপুরে তার পজিটিভ রিপোর্ট আসে বলে জানান।  এনিয়ে কলারোয়া উপজেলায় মোট ১৩৮ জন করোনা নমুনা সংগ্রহ করা হয় তার মধ্যে  ০১জন করোনা আক্রান্তের রোগী পাওয়া গেল। এই ১জনসহ সাতক্ষীরা জেলায় মোট ৪জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে । তবে সাতক্ষীরা সদরে ১ম করোনা আক্তান্ত রোগী শুক্রবারে ১ জন সম্পূর্ণ সুস্থ্য হয় বলে, সাতক্ষীরা সিভিল সার্জন, জেলা প্রশাসক ও এসপি সাংবাদিকদের জানান ।

কলারোয়া হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ জিয়াউর রহমান করোনা ভাইরাসে আক্রান্ত  রোগীর বিষয়টি নিশ্চিত করেন, সাংবাদিকদের। উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ ও কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস, জানান রোগীর বাড়িসহ আশে পাশে মোট ৭ টি বাড়ি লগডাউন করা হয়েছে।


Top