সাতক্ষীরার কলারোয়া উপজেলার জয়নগরের ধানদিয়া সড়কে মাটির ট্রাকের চাপায় ট্রলি চালক নিহত হয়েছে।
জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান শামসুদ্দিন আল মাসুদ বাবু বলেন, নিহত ট্রলি চালকের নাম আলমগীর হোসেন (৩৫) তিনি বসন্তপুর গ্রামের নুর ইসলামের মোড়লের ছেলে।
কলারোয়া থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস জানান, শনিবার সকাল সাড়ে দশটার দিকে ভাটার জন্য মাটি নিয়ে ইটের ভাটার দিকে যাওয়ার পথে সামনের ট্রলিতে ধাক্কা দেয়। ট্রলিটি উল্টে যায় এবং ট্রলিচালক মাটির ট্রাকের চাকায় পড়ে।
সাথে সাথে ট্রলি চালককে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানেই তার মৃত্যু হয়। নিহতের লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। #