আজ || বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  তালায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংলাপ অনুষ্ঠিত       তালায় সহিংসতার প্রতিবাদে আওয়াম লীগের মিছিল সমাবেশ       তালায় সহিংসতার প্রতিবাদে  আওয়াম লীগের বিক্ষোভ মিছিল  ও শান্তি সমাবেশ         তালায় আমার সংবাদ পত্রিকা ১যুগে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       তালা বাজার বণিক সমিতির সহ-সভাপতি রানাকে সাময়িক বহিষ্কার       বাজারে এলো নতুন প্রযুক্তির হোন্ডা এসপি ১৬০ বানিজ্য সংবাদ ::       তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী       তালায় মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন       তালায় আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত       পঞ্চম দিনের মতো খুলনা পল্লী বিদ্যুৎ সমিতিতে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি    
 


কলারোয়ায় মসজিদে নামাজ পড়া অবস্থায়  মুসুল্লিকে পিটিয়ে জখম

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় মসজিদে নামাজ পড়া অবস্থায়  মুসুল্লিকে পিটিয়ে জখম করেছে একদল  সন্ত্রাসীরা। সোমবার (৮জুন) কলারোয়া উপজেলার কেড়াগাঁছি ইউনিয়নের পাঁচপোতা গ্রামের জামে মসজিদে এ ঘটনা ঘটেছে। এতে গুরুত্বর আহত নজরুল ইসলাম পাঁচপোতা গ্রামের মৃত মোহর আলী মোড়লের ছেলে ।
 জানা যায়, জমি-জমা সংক্রান্ত ও পারিবারিক কলহের জেরে পাঁচপোতা গ্রামের সোনাই মোড়লের পূূত্র আনোয়ার হোসেনের সাথে দীর্ঘদিন বিরোধ চলছিলো। তারই জের ধরে সোমবার মসজিদে ফজরের নামাজ আদায় করা অবস্থায় নজরুল ইসলামকে বাইরে টেনে নিয়ে আসে আনোয়ার হোসেনের ছেলে ইনজামুল। মসজিদের বাইরে এনে আনোয়ার হোসেন, আলফাজ, ইনজামুলসহ ৪/৫ জন লোহার রড ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে নজরুল ইসলামের পিটিয়ে দুই পা ভেঙ্গে দেয়।
স্থানীয় মুসুল্লী ও প্রতিবেশিরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। অপরদিকে হামলাকারী আনোয়ার হোসেন মামলা থেকে রেহাই পেতে নিজের আঙুল কেটে হাসপাতালে ভর্তি হয়েছে।
এলাকাবাসী জানান, আনোয়ার হোসেন একজন দুষ্টু ও সন্ত্রাসী  প্রকৃতির। তার নামে কলারোয়া থানায় একাধিক মামলা রয়েছে বলে এলাকার লোক সাংবাদিকদের জানান।
 এলাকার মানুষ তার অত্যাচারে অতিষ্ট হয়ে পড়েছে। এব্যাপারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও সচেতন এলাকাবাসী।


Top