করোনো ভাইরাসের সংক্রমণ রোধে সাতক্ষীরায় তালা উপজেলায় সাধারণ মানুষকে ঘরে ফেরাতে ও সামাজিক দূরত্ব নিশ্চিতে অভিযান অব্যাহত রয়েছে।
তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে শনিবার, ২৮ মার্চ অভিযান অব্যাহত রয়েছে।
ছিটানো হচ্ছে জীবাণুনাশক। তালা উপজেলায় নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকানগুলোর সামনে সাদা দাগ দেওয়া হয়েছে।
প্রয়োজন ছাড়া যাতে কেউ ঘরের বাহিরে বের হয়ে ঘোরাঘুরি না করেন সে জন্য তাদের সতর্ক করাসহ সচেতনতামূলক মাইকিং অব্যাহত আছে।